DMCA.com Protection Status
title="শোকাহত

ঘূর্ণিঝড় দানা প্রবল হয়ে উঠেছে

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বঙ্গোপসারে সৃষ্ট ঘূর্নিঝড় দানা প্রবল হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঝড়টি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা হয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পড়তে পারে বাংলাদেশের খুলনা ও বরিশাল অঞ্চলে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝড়টি আজ রাতে উপকূলে আঘাত হানতে পারে। সূত্র জানিয়েছে, ঝড় মোকাবিলায় বাংলাদেশের উপকূলীয় জেলা প্রশাসকেরা প্রস্তুতি নিয়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!