অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বোধের মতো কাজ করায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের সফলতার কারণে দেশের জনগণ সন্তুষ্ট। মানুষ স্বস্তিতে আছে। যে কারণে আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই।
আসন্ন বাজেটের আকার বাড়বে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজেট না বাড়ালে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে না। তাই বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বড় বাজেটের প্রয়োজন। বিদ্যুৎ খাতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার।
বিগত পাঁচ বছরে বাজেট পরিকল্পনার ৯৬ ভাগ বাস্তবায়ন হয়েছে বলে দাবী করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরো বলেন, গত মেয়াদে পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরণের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয় থেকে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি।
মন্ত্রী বলেন, আমি সুশীল সমাজের দলে চলে যেতে চেয়েছিলাম। যেতে দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর আমার ওপর আরেকবার অর্থমন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেন। সিলেটের ইউনিয়ন পর্যায়েও সব রাস্তাঘাট পাকা হয়ে গেছে দাবী করে অর্থমন্ত্রী বলেন, এখন আর নতুন করে রাস্তা পাকা করতে হবে না। শুধু সংস্কার প্রয়োজন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভারতে নরেন্দ্র মোদির দল আগেও ক্ষমতায় এসেছিল, তখনও ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনো থাকবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক এমপি জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যন আশফাক আহমদ প্রমুখ।