DMCA.com Protection Status
title=""

বাসায় ফিরলেন বিজিবির সাবেক মহাপরিচালক, স্ত্রী-সন্তান গেলেন কানাডায়

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বাসায় ফিরেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম। তবে তার স্ত্রী ও সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এসবি প্রধান বলেন, বিজিবির সাবেক মহাপরিচালক বিদেশ যাচ্ছেন না। তিনি বাসায় ফিরে গেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে গঠিত কমিশন তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করায় তাকে আপাতত বিদেশ না যেতে অনুরোধ করা হয়েছে।   

এ বিষয়ে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, কমিশন আমার সঙ্গে কথা বলবে এটি আমাকে আগে জানানো হয়নি। পূর্ব-নির্ধারিত সিডিউল অনুযায়ী আজ আমি কানাডা যাচ্ছিলাম। কানাডা যাওয়ার এই টিকিটটি করা হয় গত ১ আগস্টে। নির্ধারিত ফ্লাইটে আমার স্ত্রী-সন্তান কানাডা চলে গেছেন।

এর আগে আজ মঙ্গলবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে বিমানবন্দরে আটক করে পুলিশ। 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয়। আর সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

মইনুল ইসলাম ২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!