ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির বিষয়ে গঠিত এক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
গত বছরের ১৮ জুন সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন নির্বাচিত হন। এরপর এই কমিটি আর সম্প্রসারিত হয়নি।