DMCA.com Protection Status
title="৭

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, র‌্যাবের ক্ষমতা কমানোর ‘কৌশলগত’ সিদ্ধান্ত হয়েছে।

minister-Asaduzzamanদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্ষমতা কমিয়ে আনাকে ‘কৌশলগত’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে যখনই দরকার হবে, তখনই র‌্যাবকে ব্যবহার করবে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে খাদ্য, বাণিজ্য, ধর্ম ও তথ্য মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আসন্ন রমজানে দ্রব্যমূল্য ক্রেতাদের নিয়ন্ত্রণে থাকবে। কারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি নেই। অতএব দাম বাড়ানোর কোনো আশঙ্কা নেই। এছাড়া প্রতিবারের মতো এবারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটর করবে। আর বিশেষ বিশেষ বাজারে ক্রেতাদের স্বার্থে বসানো হবে সিসি ক্যামেরা।

downloadবাজারে আইনশৃঙ্খলা ও ছিনতাই রোধে র‌্যাব-পুলিশের সদস্যরা উপস্থিত থাকবে।’ এ সময়র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, আসন্ন রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস-রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে আগের মতোই টহল দেবে র‌্যাব। পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেন, আইনে যেভাবে বলা আছে,র‌্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে।

রমজানের সময় প্রতিবছর যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর আগে সোমবার র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘র‌্যাব এখন থেকে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণসহ আরও কিছু কর্মকাণ্ডে অংশ নেবে না।

এখন থেকে তারা আর নিয়মিত টহলও দেবে না। এছাড়া দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ নিয়েও এখন থেকে কোনো ধরনের কর্মকাণ্ডে অংশ নেবে না র‌্যাব। ইতিমধ্যে র‌্যাবের প্রত্যেক ব্যাটালিয়নকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মহাপরিচালক বলেন,র‌্যাব নির্ধারিত সাত মৌলিক কাজের বাইরে বা অন্য কোনো ধরনের বাড়তি কর্মকাণ্ডে অংশ নেবে না। র‌্যাবের এ সাত দায়িত্বের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশ অনুযায়ী যে কোনো ধরনের দায়িত্ব পালন করা।

 

উল্লেখ্য, কিছুদিন ধরে র‌্যাবের বিরুদ্ধে গুম-অপহরণসহ নানা ধরনের অভিযোগ আসছে। সর্বশেষ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে র‌্যাবের মূল কাজের বাইরে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 

Share this post

scroll to top
error: Content is protected !!