জামায়াতের বিচার নিয়ে সরকার বর্তমান অবস্থান না পাল্টালে সরকারকে ‘টেনে-হিঁচড়ে’ নামানর হুমকি দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। জামায়াতের বিচার নিয়ে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার করার দাবির আন্দোলনের অংশ হিসেবে তিনি এই হুমিক দেন। ২ জুন সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়মুখী মিছিলে পুলিশের বাধা পেয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সমাবেশে এই হুমকি উচ্চারণ করেন ইমরান এইচ সরকার।
নিজের বক্তব্যে সরকারের সাবধান করে দিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা বারবার আপনাদের ওপর আস্থা রেখেছি বলে এখনো রাজপথে আছি। নয়তো কীভাবে টেনে-হিঁচড়ে সরকারকে নামাতে হয়, তা বাংলাদেশের জনগণ জানে। আমাদের আস্থা নষ্ট করবেন না।’
জামায়াতের বিচার নিয়ে সরকারের বর্তমান অবস্থান থেকে আসার দাবি জানিয়ে তিনি বলেন ‘আপনাদের অবস্থান থেকে সরে আসুন। অন্যথায় বাংলাদেশের মানুষকে আবার রাস্তায় নামতে হলে তার পরিণাম সব রাজনৈতিক দলকে দিতে হবে।’ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনীতি করতে চায় বলেও অভিযোগ করেন ইমরান।
সম্প্রতি জামায়াতের বিচার নিয়ে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য থেকে সরকারকে সরে আসার দাবি আইনমন্ত্রণালয় অভিমুখে মিছিল ছিল গণজাগরণ মঞ্চের। মিছিলটি টিএসসি হয়ে দোয়েল চত্বরের সামনে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশের সঙ্গে বাধা ও হাতাহাতিতে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুভ, গণজাগরণ মঞ্চের কর্মী আমিনুল ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আহত হন। শুভ ও আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে মঞ্চের কর্মীরা সেখানেই অবস্থান নেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্লগার আরিফ জেবতিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বর্তমান ও সাবেক ছাত্রনেতাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।