বিশ্বকাপ মানেই স্বাগতিক দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরার সুবর্ণ সুযোগ। ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ শুরুর আর মাত্র ১০ দিন বাকী। ব্রাজিলকে বিশ্বের সামনে পরিচিত করে তুলতে চেষ্টার কমতি নাই আয়োজক ব্রাজিলের। নিজের সংষ্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে বিশ্বকাপের লোগো বিশেষ গুরুত্বপূর্ণ। আয়োজক দেশ নিজেদের ইচ্ছামত এই লোগো তৈরির সুযোগটি পেয়ে থাকে। সম্প্রতি ব্রাজিল বিশ্বকাপের লোগোও উন্মোচন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের বিশেষ এই লোগো উন্মোচন শুরু হয় ১৯৩০ সালের বিশ্বকাপ থেকে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত বিশ্বকাপে উন্মোচিত লোগো, লোগোর বৈশিষ্ট্য নিয়ে দৈনিক প্রথম বাংলাদেশের পাঠকদের জন্য বিশেষ প্রতিবেদন-
১৯৩০ সালে উরুগুয়ে বিশ্বকাপের লোগো:
প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। ১৩ দলের মধ্যে ১৮টি ম্যাচের আয়োজন ছিল সেই বিশ্বকাপে। উরুগুয়ে কেবল প্রথম বিশ্বকাপের আয়োজকই ছিল না, একই সাথে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবও অর্জন ছিল।
১৯৩৪ সালের বিশ্বকাপের লোগো: ১৯৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় ইতালীতে। ১৬টি দল ১৭ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। ইতালীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ১৯৩৮ সালে ফ্রান্সে আয়োজিত তৃতীয় বিশ্বকাপে দলের সংখ্যা ছিল ১৫টি। মোট ম্যাচের সংখ্যা ছিল ১৮টি। ফ্রান্সের বিশ্বকাপে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় ইতালী।
১৯৫০ সালের বিশ্বকাপের লোগো:
১৯৫০ সালের ২৪ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত আয়োজিত হয় ব্রাজিল বিশ্বকাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। এই বিশ্বকাপে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচের আয়োজন করা হয়। ১৫ টি দলের ২২ টি ম্যাচ হয়। ব্রাজিলকে পরাজিত করে বিশ্বকাপ জেতে উরুগুয়ে।
১৯৫৪ সালের বিশ্বকাপ লোগো:
১৯৫৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। বিশ্বকাপে ১৮টি দল অংশ নেয়। সকল দলকে পরাজিত করে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।
১৯৫৮ সালের বিশ্বকাপ লোগো:
১৯৫৮ সালের বিশ্বকাপের স্বাগতিক দল ছিল সুইডেন। বিশ্বকাপে ১৬টি দল ৩৫টি ম্যাচ খেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপ জয় করে ব্রাজিল। সেই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবলের পরাশিক্ত ব্রাজিলের উত্থান শুরু হয়।
১৯৬২ সালের বিশ্বকাপ লোগো:
১৯৬২ সালের সপ্তম বিশ্বকাপ আয়োজিত হয় দক্ষিণ আমেরিকা দেশ চিলিতে। ১৬টি দল ৩২ টি ম্যাচে পরস্পরের মুখোমুখী হয়। চিলি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয় করে ব্রাজিল।
১৯৭০ সালের বিশ্বকাপ লোগো:
উত্তর আমেরিকায় প্রথম বিশ্বকাপ আয়োজন। স্বাগতিক দল মেক্সিকো। বিশ্বকাপে ১৬টি দল অংশ নেয়। মেক্সিকো বিশ্বকাপে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
১৯৮২ সালের বিশ্বকাপ লোগো:
১৯৮২ সালের বিশ্বকাপের আয়োজক ছিল স্পেন। স্পেন বিশ্বকাপে ২৪টি দল অংশ নেয়। ম্যাচের সংখ্যা ছিল ৫৪টি। স্পেন বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় ইতালী।
১৯৯০ সালের বিশ্বকাপ লোগো:
১৪তম বিশ্বকাপের আয়োজক ছিল ইতালী। ১৯৯০ সালে আয়োজিত এই বিশ্বকাপে দলের সংখ্যা ছিল ২৪টি। আর ম্যাচের সংখ্যা ছিল ৫২টি। ইতালী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।
২০০২ সালের বিশ্বকাপ লোগো:
এশিয়ায় প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করা হয়। আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। ৩২টি দলের অংশগ্রহণে ৬৪টি ম্যাচের আয়োজন ছিল সেই বিশ্বকাপে। এশিয়ার বিশ্বকাপে আয়োজক দক্ষিণ কোরিয়া সেমি ফাইনালে উন্নীত হয়। ফাইনালে জার্মানিকে পরাজিত করে পঞ্চমবারের মত বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল।
২০১০ সালের বিশ্বকাপ লোগো:
আফ্রিকায় প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নেদারল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় স্পেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ৩২টি।
২০১৪ সালের বিশ্বকাপ লোগো:
২০১৪ সালের ১২ জুন থেকে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত চলবে ব্রাজিল বিশ্বকাপ। ২০ তম বিশ্বকাপের লোগো নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করেছে আয়োজকদের মধ্যে। লোগার জন্য ১২৫টি ডিজাইন জমা পড়ে আয়োজকদের কাছে। এর মধ্যে সর্বশেষ ২৫টি লোগো রাখা হয় সংক্ষিপ্ত তালিকায়। সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাই করে নির্বাচন করা হয় ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এর লোগো।