বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় বিশেষজ্ঞদের এই উপদেষ্টা প্যানেলে চার বছর দায়িত্ব পালন করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদকে এই দায়িত্ব দিয়েছেন ডব্লিউএইচও’র মহা পরিচালক মার্গারেট চ্যান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, অটিস্টিক শিশুদের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সায়মা ওয়াজেদের যে দীর্ঘ সংগ্রাম তারই স্বীকৃতি তিনি পেলেন এই আন্তর্জাতিক ফোরামে।
বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে সায়মা ওয়াজেদ শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্র থেকে ডব্লিউএইচও-কে নিয়মিত উপদেশ দেবেন। যে সব বিষয়ে তার কাছে উপদেশ চাওয়া হবে সেগুলো ছাড়াও নিজে থেকেই সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন তিনি।