১৯৭০ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের জবাবে ড. কামাল হোসেন বলেছেন, “ইয়েস আমি ৭০ এর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম।
ওই নির্বাচনে আমি ছিলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে অত্যন্ত ব্যস্ত সময় পার করি।পরে উপনির্বাচনে বঙ্গবন্ধু আমাকে প্রার্থী দাঁড় করিয়েছিলেন।বিশ্ব ব্যাপি বিভিন্ন দেশে এটা আবহমানকাল থেকে হয়ে আসছে। ৭০ এর নির্বাচনের সঙ্গে ২০১৪ এর নির্বাচনের তুলনা করে ৭০ এর নির্বাচনকে অপবিত্র ও অপমান করা হয়েছে। আমরা কি সব মূল্যবোধ হারিয়ে ফেলেছি?”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধানের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে এমিকাসকিউরি হিসেবে অংশ নিয়ে বুধবার এসব কথা বলেন তিনি।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। গত বৃহস্পতিবার শুনানিতে অংশ নিয়ে বিগত সংসদ নির্বাচনে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ড. কামাল হোসেন।
পরে আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, “ড. কামাল নিজেই ৭০ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সমালোচনা করেন।”