ভারতের ১৬তম লোকসভার স্পিকার হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন প্রবীণ বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন। মীরা কুমারের পর তিনি হলেন ভারতের দ্বিতীয় নারী যিনি এতবড় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষের আগে স্পিকার পদের জন্য একমাত্র সুমিত্র মহাজনের নাম উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির অন্যান্য নেতারা একযোগে তাঁর নাম প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর নাম প্রস্তাব করেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এছাড়া কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খারগে, এআইডিএমকে-র এম থম্বিদুরাই, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবও তাঁর নাম প্রস্তাব করেন।
১৯৮২ সালে ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পেরেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এই নেত্রী। ১৯৮৯ সালে মধ্যপ্রদেশের ইন্দোর থেকেই প্রথমবারের মত লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর একে একে আটবার সংসদ সদস্য নির্বচিত হয়েছেন। এবার ৪ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছেন তিনি। অটল বিহারি বাজপেয়ি সরকারের আমলে ভারতের ইউনিয়নমন্ত্রী(২০০২-২০০৪) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য অম থম্বিদুরানির নাম শোনা যাচ্ছে। দুদিন আগেই নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে লম্বা বৈঠক করেন এআইডিএমকে প্রধান জয়ললিতা। গত লোকসভা থেকেই সংসদে এআইডিএমকে-র দলনেতা থম্বিদুরানি। ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের পদ সামলেছেন তিনি।