দুই ছেলের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর যাচেছন খালেদা জিয়া এমন একটি খবর ছড়িয়ে পড়লেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
জানা যায়, সিঙ্গাপুর যাচ্ছেন না খালেদা জিয়া। একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে খালেদা জিয়া সিঙ্গাপুর সফরের জন্য কোনো ভিসা চাননি।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দলীয় সূত্রের বরাত দিয়ে খবর হয়, খালেদা জিয়া তার চিকিৎসার জন্য জুনের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা হতে পারে।
দায়িত্বশীল কূটনৈতিক সূত্র বিষয়টি উড়িয়ে দিয়ে জানিয়েছে, খালেদা জিয়া সিঙ্গাপুর সফরের জন্য কোনো ভিসা আবেদন করেননি। খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি আবেদন করলে একদিনের মধ্যেই ভিসা দেওয়া সম্ভব বলেও জানায় ওই সূত্র।
মে মাসের শেষভাগে মিডিয়ার খবরে গত ৭ জুন খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করা হয়। সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, খালেদা জিয়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই সিঙ্গাপুর যাবেন।
তবে ৭ জুন পার হয়ে গেলেও খালেদা জিয়ার সম্ভাব্য সিঙ্গাপুর সফর নিয়ে ধুম্রজাল কাটছিলো না। এর আগে সর্বশেষ গত বছর ১০ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৩ অক্টোবর দেশে ফেরেন।