DMCA.com Protection Status
title="৭

আবার টালবাহানাঃসংলাপের জন্য জামায়াত ছাড়তে হবেঃমাহবুবুল আলম হানিফ

image_95700_0কী কারণে বিএনপি সংলাপ চায় এমন প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সংলাপ হতে হলে বিএনপিকে জঙ্গি ও যুদ্ধাপরাধী জামায়াতকে ছাড়তে হবে। এছাড়া তাদের ভাষায় অবৈধ সরকারের সাথে সংলাপ কেন সংলাপ হবে।’





দশম জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে হানিফ বিএনপির উদ্দেশে বলেন, ‘নির্বাচন বানচাল করতে বিএনপি ও জামায়াত নাশকতামূলক কাজ করে ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল বিদেশিরা তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে। এতেও ব্যর্থ হয়ে এখন তারা সংলাপের কথা বলছেন।’





বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্ষমতাসীন দলের নেতা হানিফ এসব কথা বলেন।





এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবি, এসএম কামাল হোসেন, আহম্মেদ তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনীয়র শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।





র‌্যাব বিলুপ্তির দাবি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘র‌্যাবের দু’একজন কর্মকর্তার অপরাধের দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না। মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলার কোনো মানে হয়না।’ র‌্যাবের পক্ষে সাফাই গেয়ে হানিফ বলেন, ‘তারা প্রমাণ করেছে আইনশৃঙ্খলা রক্ষায় তারা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম।’





বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে সেখানে না গিয়ে ভিন্ন একটি দেশে যাওয়ার বিষয়ে বেগম জিয়ার প্রতি দেশবাসী সন্দিহান হয়ে আছে। সেখানে নতুন কোনো ষড়যন্ত্র করেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।’





বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে হানিফ আরো বলেন, ‘আপাতত বিদেশে না যাওয়ার এ সিদ্ধান্তে খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। তিনি অন্ততঃ একটি ষড়যন্ত্র থেকে সরে এসেছেন।





ক্ষমতাসীন দলেন এ নেতা পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।

Share this post

scroll to top
error: Content is protected !!