এখন সে (খালেদা জিয়া) আর লিডার অফ দি অপজিশন নয়, তার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নাই।’ সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা নই, আমি জনগণের নেতা, আমার সঙ্গেই কথা বলতে হবে।’
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে শুরু হওয়া বিএনপিপন্থী সাংবাদিক নেতাদের নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া বলেছেন, ‘তিনি প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগ সভানেত্রী। যদি দেশে সুষ্ঠু নির্বাচন হতো তবে বিরোধীদলীয় নেতা নয়, আমিই সরকার গঠন করতাম। কারণ নির্বাচনে না যাওয়ায় ৯৫ শতাংশ জনতা আমাকে সমর্থন দিয়েছে।’ এ সময় তিনি জাতীয় পার্টিকে তথাকথিত বিরোধী দল হিসেবে উল্লেখ করেন।
কালশীর ঘটনায় সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লাকে দায়ী করে বেগম জিয়া বলেন, ‘এখনো কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা ক্ষমতায় এলে এ ঘটনার বিচার করা হবে।’
বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, তরিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা খুরশীদ আলম, দিদারুল আলম, আব্দুস শহীদ, রফিক মোহম্মদ প্রমুখ।