যারা দেশের স্রষ্টাকে নিয়ে কূটক্তি করে তাদের এই দেশে নাগরিকত্ব থাকতে পারে না। খালেদা-তারেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা কূটক্তি করেছে তাই তাদের এদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে কি না বিবেচ্য বিষয়।
সোমবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমীন।
তারেককে উদ্দেশ করে ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘কত বড় আহম্মক, স্কাউন্ডেল (বদমাইশ) যে বঙ্গবন্ধুকে নিয়ে কূটক্তি করে। একটি মিমাংশিত ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করে। এদের চ্যালেঞ্জ করা উচিৎ এরা বাংলাদেশকে স্বীকার করে কি না।’
তিনি বলেন, ‘যুদ্ধের সময় খালেদা পাকিস্তানী ক্যান্টনমেন্ট ছিলেন। সেখানে তিনি ও তার পুত্র কী খেয়েছেন এটা দেশের মানুষ জানতে চায়?’
সরকার দলীয় এই সংসদ সদস্য আরো বলেন, ‘এই দেশে যাদের নাগরিকত্ব থাকতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নাই। ইতিহাস বলে বিএনপি বেশিদিন বেঁচে থাকতে পারবে না।’