চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার সকালে চুয়েটের সিন্ডিকেটে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
তিনি দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। রাতভর থেমে থেমে সংঘর্ষ চলার ফলে ক্যাম্পাসে এক উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বেলা ১২টার মধ্যে স্নাতক পর্যায়ের সকল ছাত্র এবং বিকেল ৫টার মধ্যে স্নাতক পর্যায়ের সকল ছাত্রীদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ সংঘর্ষের ঘটনায় ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সকল প্রকার ক্লাস-পরীক্ষা শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে। আর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।