বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “জনগণ জানতে চায় এ অবৈধ সরকার কখন বিদায় নেবে? আমরা জানি এ সরকার অবৈধ এবং অনির্বাচিত সরকার।
এদের কাছে কোনো দায়বদ্ধতা আশা করা যায় না। এদের কাছে গণতন্ত্র আশা করা যায় না।”
মঙ্গলবার রাত নয়টা ৪০ মিনিটে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগের উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “বিদেশিরাও বলছে দ্রুত নির্বাচন দেয়ার জন্য। দেশে গণতন্ত্র নেই। এরা জনগণের উন্নয়ন করে না, করে নিজেদের উন্নয়ন। এদের এমপিরা কোনো উন্নয়ন করে না, উন্নয়নের টাকা নিজেদের পকেটে নেয়। টাকার বিনিময়ে এ সরকারের আমলে মানুষ খুন থেকে শুরু করে সব কিছু করা হয়।”
চেয়ারম্যানদের উদ্দেশে খালেদা বলেন, “আপনারা যে আশা-আকাঙ্খা নিয়ে নির্বাচিত হয়েছেন এ অবৈধ সরকার আপনাদের তা করতে দেবে না। তারপরও যতটুকু সমর্থ আছে জনগণের পাশে থাকবেন, সবার কল্যাণে কাজ করবেন। আপনারাই নির্বাচিত প্রতিনিধি, সরকার অবৈধ। জনগণ এ সরকারের বদৌলতে নির্যাতিত, নিগৃহীত। এ সরকারের উদ্দেশ্যই হচ্ছে খুন-গুম ও জালিয়াতি। ”
আন্দোলন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “ সময় আসবে, আপনারা তৈরি হন। সবাই বলছে আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আমরা ঈদের পরেই কর্মসূচি দেব।”
উপজেলাগুলোর নির্বাচিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরিকুল ইসলাম ও আ স ম হান্নান শাহ।