ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয়। খালেদা জিয়ার সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। এ দলে রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান, রিয়াজউদ্দিন আহমেদ।
৫ জানুয়ারির নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
খালেদার সঙ্গে বৈঠকটি শেষ করেই বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করতে জাতীয় সংসদে যাওয়ার কথা রয়েছে সুষমা স্বরাজের।
৪০ ঘণ্টার শুভেচ্ছা সফরে বুধবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দুপুরে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।