চারিদিকে চলছে আর্জেন্টিনা ও ব্রাজিলের যুদ্ধ। ঘরে ঘরেই তর্ক বিতর্ক চলছে কে সেরা সেটা নিয়ে। আর এই তর্ক বিতর্ক গড়াচ্ছে মারামারি এমনকি খুনাখুনি পর্যন্ত। কিন্তু যেই মেসি আর নেইমারকে নিয়ে এতো প্রতিযোগীতা আর এতো মারামারি চলছে, তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কী রকম? তাঁরা কি বন্ধু নাকি চির শত্রু?
ফুটবলের মাঠে কখনো একসাথে একই দলের হয়ে খেলা হয়, আবার কখনো নিজের দেশের হয়ে বিপরীত দলে। কিন্তু যেই দলেই খেলা হোকনা কেন মেসি ও নেইমারের মধ্যে বরাবরই আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।দুজনেই দুজনের সাথে খুনসুটিতে মেতে ওঠেন। সেই সঙ্গে দুজনেই দুজন সব বিষয়ে বেশ সাহায্য করেন।
ফিচারের কভারের ছবিটি মেসি, নেইমার ও তাদের নিজ নিজ সন্তানের সাথে তোলা একটি ছবি।
বিশ্বকাপে নেইমারের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেসি বলেন – “নেইমারের সঙ্গে লড়তে আসিনি বিশ্বকাপে। ও আমার সতীর্থ। আমার বন্ধু। মানুষ হিসেবেও দারুণ। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। জানি ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে লড়াই হবে মাঠে, আমাদের মধ্যে নয়"।
মেসি প্রসঙ্গে নেইমার বলেন, “মেসির সঙ্গে আমার বন্ধুত্ব দারুণ। মেসি বিশ্বসেরা একজন কিংবদন্তী খেলোয়াড়। তাকে আমি শ্রদ্ধা করি"। বিশ্বকাপে মেসির সাথে নেইমারের তুলণা করার বিষয়টিও নেইমার ভালো চোখে দেখছেন না।
দুজনের মধ্যে এই অকৃত্রিম বন্ধুত্বটাকে ভক্তরা যেন নষ্ট করে দেয়ারই চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে এই দুই তারকাই বিরক্ত। মেসি এই প্রসঙ্গে বলেছেন যে "বিশ্বকাপের এই এক মাসের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করবেন না। কারণ বছরের বাকি অংশে আমাদেরকে বার্সেলোনার হয়ে একসাথে খেলতে হবে"।