সৌদি আরবসহ আরব বিশ্বে আগামীকাল রোববার পবিত্র রমজান শুরু হবে। শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার থেকে রোজা হচ্ছে না। তবে লেবানন, ইয়েমেন, তুরস্ক, বেলজিয়াম, রাশিয়া, ইতালিসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশে শনিবারই প্রথম রমজান হচ্ছে।
তবে কানাডার মনট্রিয়ল,টরোন্টো সহ সকল স্থানে রোববার থেকে রমজান শুরু হচ্ছে বলে জানা গেছে।
সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস শুরু হবে রোববার।
মিসরের ইফতা হাউজ জানিয়েছে, রমজানের নতুন চাঁদ শুক্রবার দেখা যায়নি।
ফিলিস্তিনের হায়ার জুডিশিয়ার কাউন্সিলও জানিয়েছে, শনিবার হবে শাবান মাসের শেষ দিন ফলে রমজান শুরু হবে রোববার।
কুয়েত, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াও ঘোষণা করেছে যে ২৯ জুন শুরু হবে রমজান।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিলের বৈঠকের পর দেশটির মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদও রোববার সেখানে রমজান শুরু হবে বলে জানিয়েছেন।
পাকিস্তানেও রোববার হবে প্রথম রোজা। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশে আজ শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হবে রমজান রোববার নাকি সোমবার শুরু হবে। তবে বাংলাদে সোমবার থেকে রোজ শুরুর সম্ভাবনা বেশী বলে সংশ্লিষ্টগন মনে করছেন।