DMCA.com Protection Status
title="৭

বাম ডান না দেখে ঐক্যবদ্ধ হতে হবেঃবেগম খালেদা জিয়া

Khaledaকে বাম কে ডান তা না দেখে সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভুলনীতির কারণে দেশ আজ সঙ্কটের মুখে। দেশকে গ্রাস করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে তাড়াতে না পারলে তারা দেশকে বিক্রি করার অবস্থায় নিয়ে যাবে।’

শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বধীন ১৯ দলীয় জোটে সাম্যবাদী দলের (একাংশের) যোগদান অনুষ্ঠানে খালেদা এ কথা বলেন।

বেগম জিয়া বলেন, ‘দুর্নীতিবাজ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে রমজানের পর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।’

শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বধীন ১৯ দলীয় জোটে সাম্যবাদী দলের (একাংশের) যোগদান অনুষ্ঠানে খালেদা এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে লুটপাট চলবে। তারা যতই তওবা করুক তাতে কাজ হবে না।

সদ্যযোগ দেয়া সাম্যবাদী দলের নেতাদের উদ্দেশে খালেদা বলেন, ‘আমি অনেক আগে থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলাম। আমার আহ্বানে সাড়া দিয়েই হয়তো আপনারা ১৯ দলীয় জোটে যোগ দিচ্ছেন। এতে করে ১৯ দলীয় জোট শক্তিশালী হবে এবং আন্দোলন আরো বেগবান হবে।’

তিনি আরো বলেন, ‘আর আন্ডারগ্রাউন্ড নয়, কোনো গোপন চুক্তিও নয়, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামনে এসে দাঁড়াতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা আরিফুল হক সুমন, হানিফুল কবির, মেজবাহ উদ্দিন মন্টু ও কাজী মোস্তফা কামাল।

এছাড়া বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ১৯ দলের বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিসের চেয়ারম্যান মওলানা মোহাম্মদ ইছহাক, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

উল্লেখ্য, গত ৪ জুন সাম্যবাদী দল সাঈদ আহমেদের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ১৯ দলীয় জোটে শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ দলীয় জোট বৈঠক করে সাম্যবাদী দলকে জোটে শরীক করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।

Share this post

scroll to top
error: Content is protected !!