বৃহস্পতিবার দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির বিক্রয় ও সেবাকেন্দ্র নতুনরূপে চালু করেছে।
জাতীয় দলের ক্রিকেটার এবং গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাসির হোসেন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চল প্রধান শাহ মোহাম্মদ ইব্রাহিম আজাদ, কেন্দ্র প্রধান মোহাম্মদ জিয়াউল হুদা এবং গ্রামীণফোনের অন্য কর্মকর্তারা।
গ্রামীণফোন সেন্টারটি ২০০৬ সালে চালু করা হয় এবং ক্রমান্বয়ে এটি চট্টগ্রামের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় সেবাকেন্দ্রে পরিণত হয়।
তবে গ্রামীণফোন গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে কেন্দ্রটি নতুনরূপে চালু করেছে। গ্রাহকদের সুবিধার জন্য কেন্দ্রটি অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা পুনঃসজ্জিত করা হয়েছে।
দিনব্যাপী চলা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন করা হয়, যা ছিল প্রধানত গ্রামীণফোনের ইন্টারনেট ফর অল কর্মসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কেন্দ্রে আগত গ্রাহকদের জন্য ছিল বিভিন্ন পুরস্কার এবং গ্রামীণফোন পণ্যের সেরা ১০ গ্রাহক রাতে নাসির হোসেনের সঙ্গে হোটেল পেনিনসুলায় নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছেন।