DMCA.com Protection Status
title="৭

আর্মি মিউজিয়াম বদলে হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম

image_89007_0দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  মওলানা আবদুল হামিদ খান ভাষানীর নবথিয়েটারের পর আর্মি মিউজিয়ামকে বঙ্গবন্ধুর নামে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

বিজয় স্মরণি আর্মি মিউজিয়ামের জায়গায় বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম তৈরি করার সুপারিশ করেছে রাষ্ট্রীয় তোশাখানা স্থাপন বিষয়ে সুপারিশ প্রদান কমিটি।



মন্ত্রিসভার কার্যদপত্রটি দৈনিক প্রথম বাংলাদেশের  সংরক্ষণে রয়েছে।



কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এইসি, সদস্য আর্মি মিউজিয়াম বিজয় স্মরণিসহ বিভিন্ন স্থানে দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের গোপনীয় ও তোশাখানা শাখা থেকে এ তথ্য জানা গেছে।



মন্ত্রিপরিষদের বিভাগের কার্যেপত্রে বলা হয়েছে, গত ১৯ জনু রাষ্ট্রীয় তোশাখানা স্থাপন বিষয়ে সুপারিশ প্রদান কমিটির সভায় বলা হয়, Toshakhana (Maintenance and Administration) Rules, 1974-এর ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় তোশাখানার স্থান নির্ধারণের বিষয়ে তথ্য উপস্থাপন করেন কমিটির সদস্য আর্মি মিউজিয়ামের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাওয়াদ।



সভায় আরো বলা হয়, স্থাপতি আলী ইমাম এর স্থাপনায় বর্তমানে আর্মি মিউজিয়ামের জায়গায় বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম তৈরি করার জন্য একটি স্থাপত্য নকশা প্রস্তুত সম্পূর্ণ করা হয়েছে। নশকায় বলা হয় বঙ্গবন্ধু আর্মি মিউজিয়ামে মুক্তিযুদ্ধ জাদুঘর ও তোপখানার জন্য পৃথক পৃথক স্থাপনার সংকুলান করা হয়েছে। চার হাজার বর্গফুট জায়গা তোশাখানা ভবনের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমিটি দুইটি সিন্ধান্ত নিয়েছে।



এ বিষয়ে এইসি, আর্মি মিউজিয়ামের সদস্য মেজর জাওয়াদ কোনো বক্তব্য করতে রাজি হননি।

Share this post

scroll to top
error: Content is protected !!