বাংলাদেশের জন্য ৬০ শতাংশ সহায়তা বরাদ্দ কমিয়েছে ভারতের নিবনির্বাচিত নরেন্দ্র মোদি সরকার।
গত অর্থবছরে বাংলাদেশের জন্য এই বাজেট ছিল ৫৯০ কোটি রুপি। কিন্তু তা কমিয়ে এবার ৩৫০ কোটি রুপি প্রস্তাব করা হয়েছে জাতীয় বাজেটে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের ক্ষেত্রে এ সহায়তা কমানো হচ্ছে ২৪০ কোটি রুপি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এতে আরো বলা হয়, দেশটির ২০১৪-১৫ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাজেট বেড়েছে ২৫ শতাংশ। সেখানে প্রতিবেশি সবগুলো দেশের ক্ষেত্রে সহায়তার অংক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য সব দেশের ক্ষেত্রেই বাড়ানো হয়েছে সহায়তার পরিমাণ।