তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে খুনী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘সব খুনী এখন এক হয়ে রাজত্ব করছে। কাজেই খুনীদের হাতে মানুষের নিরাপত্তা থাকতে পারে না বলেই দেশব্যাপী প্রতিনিয়ত গুমখুন অব্যাহত রয়েছে।’ইনুর দল জাসদ বরাবর দাবী জানিয়ে আসছে আওয়ামী লীগ ৭২-৭৫ সালে তাদের হাজার হাজার কর্মীকে খুন করেছে ,অন্যদিকে আওয়ামী লীগও ঐসময় জাসদ দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তাদের বহু নেতা কর্মীকে হত্যা করেছে বলে দাবী করে আসছে'।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার খুনী সরকার। তারা সরকারি ব্যাংককে খেয়ে-দেয়ে দেউলিয়া বানিয়ে এখন বেসরকারি ব্যাংককে হাত দিয়েছে। এদের লক্ষ্য একটাই দেশটাকেই খেয়ে ফেলা।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সবাই এখন টেন্ডারবাজিতে ব্যস্ত। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে দেশে এখন ফ্রি স্টাইলে দুর্নীতি চলছে।’
বেগম জিয়া বলেন, ‘দেশের বিচারবিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এখন আবার চলছে বিচারকদের নিয়ন্ত্রণের চেষ্টা।’
তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অথর্ব। তাদের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। অনেক আগেই তাদের সম্মান নিয়ে বিদায় হওয়া উচিৎ ছিল।’
‘ভয় পেলে চলবে না’ এমন মন্তব্য করে দেশ রক্ষায় গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এর আগে বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত হন। পরে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।