দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, ‘রমজান মাস এলেই আমাদের দেশের ব্যবসায়ীদের সংযমের পরিবর্তে দুর্নীতি বেড়ে যায়।’
বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
দুদক বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস এগেইস্ট করাপশন (র্যাক) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
এ সময় দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সাংবাদিক ও দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে ধর্মীয় উৎসবের সময় জিনিস পত্রের দাম কমে। আর আমাদের দেশে রোজার মাস আসলেই সব পণ্যের দাম বেড়ে যায়। ব্যবসায়ীরা অধিক হারে মুনাফা নেয়ার জন্য বসে থাকে। রমজান আসলেই ব্যবসায়ীদের দুর্নীতি অনেক বেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের সহযোগিতায় দুদক দুর্নীতি দমনে কাজ করে। সাংবাদিকদের প্রতিবেদনের আলোকেই অপরাধের বিরুদ্ধে কমিশন কাজ করে।’
দুদক কমিশনার শাহাবুদ্দিন চপ্পু বলেন, ‘দুর্নীতিবাজদের কাছে কোনো মাস বা দিন নেই। তারা সব সময়ই দুর্নীতি করার সুযোগ খুঁজে। রমজান মাস আসার পরও দেশ থেকে দুর্নীতি কমেনি। এ মাসেও আমরা ঘুষসহ হাতে-নাতে আসামি গ্রেপ্তার করেছি।’
রমজান মাসের শিক্ষা নিয়ে সবাইকে দুর্নীতির বিরোধী কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যই দেশ স্বাধীন হয়েছে। তবে বর্তমান সময়ের রাজনীতিবিদদের দুর্নীতি দেখলে আমরা লজ্জিত হই। এ রকম দুর্নীতিযুক্ত সমাজের জন্য আমরা দেশটাকে স্বাধীন করিনি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘বাংলাদেশের সর্বত্র দুর্নীতি চলে। মানুষ সুযোগ পেলেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তবে রিপোর্টাস এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের রিপোর্টের মাধ্যমে দুর্নীতি কিছুটা কমে এসেছে।’
দুদকের বাইয়েও সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে বলেও তিনি উল্লেখ করেন।