DMCA.com Protection Status
title="৭

আবার বিমান দূর্ঘটনাঃ আলজেরিয়ান এয়ারলাইন্সের বিমান ১১৬ আরোহী সমেত মালিতে বিধ্বস্ত

download (1) আবার একটি দুঃখজনক বিমান দূর্ঘটনা ঘটলো।এনিয়ে গত সপ্তাহ খানেকের মধ্যে এটা তৃতীয় বিমান দূর্ঘটনা।  ১১০ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে  আলজেরিয়ান বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালির উত্তরাঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কবলে পড়ে বিমাটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে বুরকিনা ফাসো থেকে সাহারা মরুভূমি রুটে উড়ে যাওয়া দেশটির জাতীয় এয়ারলাইন এয়ার আলজেরির বিমাটির সঙ্গে যাত্রার ৫০ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুরকিনা ফাসোর পরিবহনমন্ত্রী জিন বার্তিন ওয়েদ্রাগো জানান, বিমানটি নিখোঁজ হওয়ার আগে খারাপ আবহাওয়ার কারণে একবার রুটি পরিবর্তন করেছিল।

images (1)এদিকে নিখোঁজ হওয়ার পর থেকেই বিমানটির সন্ধানে দুটি ‍ফরাসি যুদ্ধ বিমান কাজ করছে। ফরাসি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ওই অঞ্চলে অবস্থানরত দুটি ফরাসি যুদ্ধ বিমানকে এ কাজে ব্যবহার করা হয়েছে। যুদ্ধ বিমান দুটি বিমানটির পরিবর্তিত রুটে অনুসন্ধান চালাচ্ছে । আলজরিয়ার ওই বিমানটিতে ফ্রান্সের ৫০ জন যাত্রী ছিল। ফরাসিরা ওই রুটের সবচেয়ে নিয়মিত যাত্রী।

আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা জানায়, বিমানটি অওগাদুগু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ করেই বিমানটির সঙ্গে বিমান নিয়ন্ত্রন সংস্থা কোনো যোগাযোগ করতে পারেনি।  স্থানীয় সময় ১টা ৫৫ মিনিটে সর্বশেষ বিমানটিকে রাজধানী আলজিয়ার্সের আকাশে দেখা যায়।

ফ্লাইট এইচ ৫০১৭ বিমানটিতে মোট ১১০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। এয়ার আলজায়ারের কর্মকর্তারা জানান, ‘সকল নিয়ম-কানুন মেনেই আমরা বিমানটির ব্যাপারে জরুরীভিত্তিতে পরিকল্পনা গ্রহন করেছি।’ বিমানটি স্প্যানিশ এয়ারলাইন ‘সুইফ্টএয়ার’র সনদপ্রাপ্ত।

সুইফ্টএয়ার এক বিবৃতিতে জানায়, ‘বিমানটি ছিল একটি এমডি৮৩ এবং বিমানটির সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।  সময়সূচী অনুযায়ী বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে অবতারণ করার কথা।’ ফ্লাইট এএইচ ৫০১৭ বিমানটি সপ্তাহে চারবার অওগাদুগু-আলজিয়ার্স রুটে চলাচল করতো।

Share this post

scroll to top
error: Content is protected !!