তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে ঈদের দিনেও কারখানায় অনশন চালিয়ে যাচ্ছেন তুবা গ্রুপের পোশাক শ্রমিকরা। স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের খাবার দেয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তারা।
সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর উত্তর বাড্ডায় তুবা গ্রুপের গার্মেন্টসের সামনে সহস্রাধিক শ্রমিক এই আমরণ অনশন শুরু করেন।
এই শ্রমিকদের সঙ্গেই ঈদের দিনটি কাটাতে হচ্ছে তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি রাশেদা বেগমকে। সোমবার থেকে তাকে একপ্রকার জিম্মি করে রেখেছে শ্রমিকরা।
কারখানার আয়রন সুপারভাইজার মো. খোকন জানান, সোমবার রাত থেকে অনশনে তাদের নয়জন নারী ও তিনজন পুরুষ সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। কারখানাতেই তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আমাদের তিন মাসের বেতন বকেয়া। সমাধান না পাওয়া পর্যন্ত আমরা এখন থেকে নড়ছি না।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, আন্দোলনরত শ্রমিকরা অবস্থান করছেন কারখানা ভবনের সপ্তম তলায়। ভেতরে দেলোয়ার হোসেনের শাশুড়িও আছেন।
উল্লেখ্য, দেড় বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়া তাজরীন ফ্যাশনস কারখানার মালিক দেলোয়ার হোসেনের মালিকানাধীন এই তুবা গ্রুপ। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দায়েরকৃত মামলায় মালিক দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।