DMCA.com Protection Status
title="৭

বেড়েই চলেছে জাকারবার্গের সম্পদের পরিমান

markzuckerbergসম্প্রতি দ্বিতীয় কোয়ার্টারের আয়ের বিবরণী প্রকাশ করেছে ফেসবুক। এতে দেখা গেছে, বর্তমানে ফেসবুকের আর্থিক মূল্যমান প্রায় ১৯,০০০ কোটি মার্কিন ডলার।

তবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এর মাধ্যমে সম্পদের দিক থেকে গুগলের ল্যারি পেইজ কিংবা সের্গেই ব্রিনকেও ছাড়িয়ে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। কিছুদিন আগে ফেসবুকের সম্ভাব্য আয়ের ব্যাপারে একটি সম্ভাব্য প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তবে সেখানে যে পরিমান আয়ের আশাবাদ প্রকাশ করা হয়েছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে প্রকৃত আয়। ফেসবুক এখন যুক্তরাষ্ট্রের AT&T কিংবা কোকাকোলার থেকে বড় প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এর মাধ্যমে জাকারবার্গের নিজের সম্পদ বেড়েছে ১.৬ বিলিয়ন ডলার। ৩০ বছর বয়সে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৩৩.৩ বিলিয়ন ডলার।

বেশ অবাক করার মতই ব্যাপারটি। আর এর মাধ্যমে সম্পদের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন গুগলের দুই প্রতিষ্ঠাতাকে একই সাথে তিনি অতিক্রম করেছেন অ্যামাজনের ৫০ বছর বয়সী প্রতিষ্ঠাতা জেফ বেযোসকেও ।

ব্লুমবার্গের তৈরি করা শত কোটি ডলারের মালিকদের তালিকায় জাকারবার্গ রয়েছেন ১৬ নাম্বার অবস্থানে। গুগলের দুই প্রতিষ্ঠাতা রয়েছেন ১৭ এবং ১৮ তম স্থানে। যদিও ৮৪.৭ বিলিয়ন ডলার হস্তগত করে প্রথম অবস্থানে রয়েছেন বিল গেটস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন কার্লোস স্লিম যার সম্পদের পরিমাণ ৭৮.৮ বিলিয়ন ডলার। ফেসবুকের আয়ের একটি বড় অংশই এসেছে মোবাইল বিজ্ঞাপন সেবা থেকে।

বলা যায়, আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এর পরিমাণ। যদিও গত বছর এই খাত থেকে ফেসবুকের আয় ছিল খুবই কম। মজার ব্যাপার হল, গত বছরের তুলনায় এর পরিমাণ বেড়েছে প্রায় ১৫১ শতাংশ। তবে এর ফলে যে কেবল জাকারবার্গের আয় বেড়েছে, তা নয়। একই সাথে বৃদ্ধি পেয়েছে ফেসবুকের অন্যান্য শেয়ারহোল্ডারদের সম্পদের পরিমাণও। এর মধ্যে আছেন ডাস্টিন মস্কোভিটয, ৩০ বছর বয়সী এই ব্যক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থাকতেই যুক্ত হন ফেসবুকের সাথে এবং একই সাথে ফেসবুক প্রতিষ্ঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ, যিনি বর্তমানে বিশ্বের কম বয়সী ধনীদের একজন। তাঁর হাতে রয়েছে ফেসবুকের ৯.৯ মিলিয়ন শেয়ার যার বাজার মূল্য ৭৪০ মিলিয়ন ডলার।

এছাড়াও শেয়ার বিক্রি থেকে তিনি আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। একটি বিষয় জানিয়ে রাখা ভালো, ফেসবুকের মোবাইল সাইট এবং অন্যান্য অ্যাপসে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বছর দুয়েক আগে। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে এটি গুগলের সাথে প্রতিযোগিতায় নামতে সমর্থ হবে। মোবাইল বিজ্ঞাপন সেবায় এরই মধ্যে ৯ শতাংশ থেকে ১৮ শতাংশে উন্নীত হয়েছে ফেসবুক।

নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বেশ কিছুদিন ধরেই আগ্রাসী পরিকল্পনার বাস্তবায়ন করে যাচ্ছে ফেসবুক। এরই মধ্যে কিনে নিয়েছে হোয়াটস অ্যাপের মত প্রতিষ্ঠানকেও। এছাড়া অকুলাস রিফট অধিগ্রহনের মাধ্যমে ইন্টারনেট জগতের বাইরেও নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। 

Share this post

scroll to top
error: Content is protected !!