সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যে সরকার সুশাসন ও মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারকে গণতান্ত্রিক বলা যায় না।
আজ শনিবার বনানীর কার্যালয়ে শরিয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, দেশের মানুষ দুই দলকেই আর ক্ষমতায় দেখতে চায় না। তাই সরকারের বিরুদ্ধে প্রয়োজনে জাতীয় পার্টি রাস্তায় নামবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, সরকারের ব্যর্থতা এলাকায় গিয়ে তুলে ধরতে হবে। বিএনপির মতো পেট্রোল মেরে মানুষ মারব না। জ্বালাও-পোড়াও করব না। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আগামিতে আমরা ক্ষমতায় যেতে চাই। এজন্য দলকে গোছাতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।