ডানে মির্জা আব্বাস এবং বাঁয়ে হাবীব উন নবী খান সোহেলকে বসিয়ে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সঙ্গে আনুষ্ঠানিক প্রথম রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া সোয়া তিন ঘণ্টার বৈঠকটি রাত পৌনে ১১টায় শেষ হয়। বৈঠক শুরুর দিকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগানে মুখরিত করে তোলে গুলশান রাজনৈতিক কার্যালয়।
বৈঠকে বেগম খালেদা ঢাকা মহানগর বিএনপিকে সরকারবিরোধী আন্দোলনের দিক নির্দেশনা দেন বলে জানা গেছে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টু, সালাহ উদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, এসএ খালেক, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, সদস্য নবী উল্লাহ নবী, সাহাবুব উদ্দিন, আতিকুল ইসলাম মতিন, এমএ মজিত, আবু সাহিদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।