DMCA.com Protection Status
title=""

তোবা গার্মেন্টের অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে বিএনপির নিন্দা

1407424225বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্দোলনরত তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ এবং গার্মেন্টস ফ্যাক্টরির ভিতর থেকে জোরপূর্বক বের করে দেয়ায় এ অভিযোগ করে বিএনপি।এছাড়াও উক্ত ভবনের পানির সংযোগ বিচ্ছিন্ন করারও তীব্র সমালোচনা করা হয় বিএনপির পক্ষ থেকে।



বিবৃতিতে দাবি করা হয়, আমরণ অনশনরত বেশ কয়েকজন মুমূর্ষু শ্রমিককে ভবন থেকে বের করে দেয়া হয়। এই ঘটনাকে অমানবিক ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে যথাযথ উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি। 



বিবৃতিতে এই ঘটনাকে মধ্যযুগীয় অন্ধকারের সঙ্গে তুলনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তার দাবি— দেশে বর্তমানে বর্বরদের শাসন চলছে।

 

তিনি বলেন, আমরা কোনো সভ্য সমাজের মানুষ— একথা ভাবতেও ঘৃণা হচ্ছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তোবা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোচ্চার এবং একাত্মতা ঘোষণা করছে।



তার অভিযোগ— এই সময়ে বর্তমান সরকার, সরকারি মদদপুষ্ট বিজিএমইএর একশ্রেণির নেতা এবং তোবা গার্মেন্টস কর্তৃপক্ষ শুধু নির্বিকারই নয়, বরং ন্যায্য দাবিতে অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে আবারও প্রমাণ হলো এ দেশ অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!