রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূরউদ্দিন অপু।আলালতে তাকে প্রচন্ড অসুস্থ দেখাচ্ছিলো এবং তার অবিলম্বে সুচিকিৎসার প্রয়োজন বলে তার আইনজীবিরা আমাদের জানান।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
তবে অপুর বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।
২০০৭ সালের ১ এপ্রিল চাঁদাবাজীর এ ঘটনায় ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় ব্যাবসায়ী আমিন আহমেদ এ মামলাটি দায়ের করেন।
চারদলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন অপু। ২০০৭ সালে ক্ষমতার পালাবদলের সময় মালয়েশিয়া চলে যান তিনি।
চলতি বছরের ১৭ জুন ঢাকায় আসেন অপু। পরদিন ১৮ জুন ঢাকার মহানগর-২ নম্বর দ্রুত বিচার আদালতে তিনি আত্মসমর্পণ করলে, আদালত জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।