বঙ্গবন্ধুকে শেখ সাহেব না বলে সম্মানের সাথে সম্মোধন করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন হাছানুল হক ইনু।
তিনি বলেছেন,শেখ সাহেব বলে বালখিল্যতার পরিচয় দেবেন না। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
সোমবার রাতে গুলশান কার্যালয়ে দেওয়া বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী।
গুলশান কার্যালয়ে খালেদা জিয়া বলেছিলেন, এক সময় মতিয়া চৌধুরী বলেছিলেন, শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন। আর ইনুরা বলেছিলেন, শেখ মুজিবের লাশ কবর না দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে। আজ এই মতিয়া-ইনু আওয়ামী লীগের দোস্ত হয়েছে। কাফফারা দিয়ে মন্ত্রী হয়েছেন, নিজেদের মন্ত্রিত্ব ঠিক রাখতে আওয়ামী লীগের জন্য দরদে ফেটে পড়ছেন।
খালেদা জিয়ার এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতির জনক বলে সম্বোধন করবেন। আর তা না করলে মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে সম্বোধন করবেন।বঙ্গবন্ধু আপনার আপনার বাবার বয়সী। শেখ সাহেব বলে বালখিল্যতার পরিচয় দেবেন না।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততার কোনো উত্তর না দিতে পেরে মা-ছেলে আবোল-তাবোল বলছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জাসদ, কর্নেল তাহের এবং আমার অবস্থা আপনারা জানেন। জাসদই একমাত্র দল হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
তথ্যমন্ত্রী তার নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি খুনিদের ভয়ে জীবন বাঁচাতে আত্মগোপনে ছিলাম। মা-ছেলে ও তাদের দল জাসদ, বর্তমান সরকারের মন্ত্রিসভা সম্পর্কে হঠাৎ বলতে শুরু করেছেন। কোনো তাদের অস্থিরতা, প্রশ্ন করেন ইনু। ইতিহাস এখন স্পষ্ট হয়ে উঠছে। আর তাই জিয়াউর রহমানের দুষ্কর্ম আড়াল করতেই আবোল-তাবোল বলছেন মা-ছেলে।
জিয়াউর রহমানের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু খুনের সুবিধাভোগী ছিলেন জিয়া। সশস্ত্র বাহিনীর উপপ্রধান হয়েও জিয়াউর রহমান নীরব ছিলেন। খুনি মোস্তাক তাকে সেনা প্রধান করেছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে শুধু জড়িতই ছিলেন না, কর্নেল তাহেরসহ ৫ হাজার সৈনিককে হত্যা করেছেন। রাজকার আমদানি করেছেন, সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন।
জাসদের অবস্থান তুলে ধরে ইনু বলেন, বঙ্গবন্ধুর খুনিরা জাসদের শতাধিক কর্মীকে হত্যা করেছে। খন্দকার মোস্তাকের ৮৩ দিনের শাসনকালে জাসদের একজনকেও ছাড় দেয়নি।
রাস্তার লোকের কথায় রাস্তার পত্রিকায় ছাপা খবরের উপর খালেদা জিয়াকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। কর্নেল তাহের ও তথ্যমন্ত্রী তার নিজের অবস্থান তুলে ধরে আরও বলেন, কর্নেল তাহের বঙ্গবন্ধুকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সেনা বাহিনীর অভ্যান্তরে চক্রান্ত হচ্ছে, আপনি সাবধান থাকুন।