উপজেলা নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগের পরাজয় হলেও সরকারের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নিজাম উদ্দীন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘উপজেলা নির্বাচন কোনো দলীয় ব্যানারে হয়নি। তাই এতে জনপ্রিয়তার মাপকাঠি নির্ধারণ করা যায় না। বিএনপি’র জয়ই প্রমাণ করে উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে। আজকের নির্বাচনও সুষ্ঠু হবে, কারণ গণতান্ত্রিক উপায়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হয়েছে।’
৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমানের কারণে বিএনপি জাতীয় নির্বাচনে যায় নি। তাদেরই কিছু নেতা-কর্মী আমাদের বলেছেন। বিএনপি যে ভুল করেছে তা আর জীবনে পুষিয়ে নিতে পারবে না।’
জঙ্গিবাদ নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সরকার জঙ্গি দমনে বদ্ধ পরিকর। ষড়যন্ত্রকারীরা এখন নিরব থেকে দম নিচ্ছে। তারা আবার সংগঠিত হয়ে তাদের তৎপরতা দেখাবে। তাই আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন।’