শেখ হাসিনা সরকারকে উৎখাতের কথিত ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে মার্কিনিরা অর্থ ব্যয় করেছে, এমনটি দাবি করে ইন্ডিয়ার গোয়েন্দারা। এর পরই ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তা অস্বীকার করে।
মার্কিন সরকারের ষড়যন্ত্র বিষয়ে ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও তাদের কর্মীদের হত্যা এবং জনরোষের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিই ছিল যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনা। বিএনপি ও জামায়াত নেতারা বাংলাদেশে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনের হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মনোভাবও নতুন নির্বাচনের পক্ষে। আর তাই তারা শেখ হাসিনা সরকারেকে উৎখাত করতে চায়’।
ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারকে হটাতে যুক্তরাষ্ট্র থেকে বেশ অর্থকড়ি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর এই অর্থ থেকেই তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সমমনা মৌলবাদী গোষ্ঠীগুলোকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছে।
গোয়েন্দারা আরো জানান, রাজ্যসভায় তৃণমূলের এমপি আহমেদ হাসান ইমরান এবং টেকনাফ থেকে ভারতে পাড়ি জমানো মাওলানা আসিফ খান গত ছয় মাস ধরে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। আর এই অর্থ প্রদানের মাধ্যমে তারা দলগুলোর ভিত শক্তিশালী করতে চান যাতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তবে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা শাই বলেন, ভারতীয় গোয়েন্দাদের উদ্ধৃত করে প্রকাশিত ‘হাসিনাকে উৎখাতে মার্কিন তৎপরতা’ শিরোনামের প্রতিবেদনটি নিয়ে তারা ‘নিজেদের মধ্যে’ আলোচনা করেছেন। এক ইমেইলে তিনি বলেন, ‘ওই খবরের কোনো সত্যতা নেই’।
মনিকা বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। উগ্র মৌলবাদ প্রতিরোধ, বাণিজ্য সম্পর্কের উন্নয়নের পাশাপাশি, শ্রম পরিবেশের উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্পৃক্ততার মতো বিষয়গুলো এগিয়ে নিতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে’। এ প্রসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের ‘রাশ’ নামক জাহাজ দেয়ার প্রস্তাবের বিষয়টিও তুলে ধরেন দূতাবাসের মুখপাত্র।
তিনি বলেন, ‘চলতি সপ্তাহেই মার্কিন কোস্ট গার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশকে বাংলাদেশকে উপহার দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাবের কথা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত’।
দূতাবাস বলছে, ‘রাশ’ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’-এর সঙ্গে কাজ করতে পারবে, যে জাহাজটি গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হস্তান্তর করে।
মনিকা শাই বলেন, ‘আগামী অক্টোবরে ওয়াশিংটনে আমাদের বার্ষিক অংশীদারিত্ব আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এই সম্পর্ককে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি’।