শেখ হাসিনার সাফায় গাইতে গিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, ‘আমাদের নেত্রী (শেখ হাসিনা) সাচ্চা মোসলমান। তিনি বিদেশ গেলে যেখানেই নামাজের সময় হয়, সেখানেই নামাজ পড়েন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনই, আমাদেরও নামাজ পড়তে বলেন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘আমাদের নেত্রীর চেহারা দেখুন আর অন্যান্য দলের নেতা-নেত্রীদের চেহারা দেখুন। কার চেহারা ও লেবাসে ইসলামি ভাব আছে।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা ধর্মীয় সংখ্যালঘুদের শত্রু মনে করে বলেই ভোটের আগে তাদের ওপর হামলা চালায়। তাদের ভয়ভীতি দেখায়।’
তিনি বলেন, ‘যারা নারায়ে তাকবির বলে মানুষ মারে, তাদের আগামীতে প্রতিহত করা হবে।’
সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুজ্জামান প্রমুখ।