চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দশ দিনের জন্য বুধবার চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
আশা করা যাচ্ছে,এই সফরে চীন সরকারের নীতিনির্ধারক মহলের সাথে আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে চীনের সহায়তা চাইবেন এই প্রতিনিধীদল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এই প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি তিনি। এ কারণে শেষ পর্যন্ত তার যাওয়া সম্ভব নাও হতে পারে বলে গয়েশ্বরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওবায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও যশোর জেলার সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু এ সফরে অংশ নিচ্ছেন।