জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের বিষয়টি ‘টোটালি রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে রোববার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললে অর্থমন্ত্রী বলেন, রাবিশ, টোটালি রাবিশ। জামায়াত আমাদের সঙ্গে কথা বলবে- হোয়াট আর ইউ টকিং? এটা জামায়াত-ই ছড়াচ্ছে। তাদের সঙ্গে বিএনপিও রয়েছে।
তিনি বলেন, আমাদের অভিমত হচ্ছে- জামায়াত একটি ব্লাডি পার্টি। আমরা তাদের ঘৃণা করি। আইনগতভাবে তাদের নিষিদ্ধ করলে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং খুন-খারাবিতে জড়িয়ে পড়বে। এতে ওরা ওস্তাদ।
শনিবার আওয়ামী লীগের দলীয় সভায় কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পলিটিক্যাল পার্টির সভায় রাজনৈতিক বিষয় নিয়েই তো আলোচনা হবে।