ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় মোট ৭৮ হাজার ২শ’ ৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাঝে ১৬ হাজার ৮শ’ ৪০ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা যায়। পাসের হার ২১ দশমিক ৫০ শতাংশ।
শুক্রবার সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd/ থেকে ফলাফল জানতে পারবেন।
এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে KA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।
কৃতকার্য হওয়া ১ থেকে ১০ হাজার মেধাক্রমধারীদের আগামী ১৪ অক্টোবর, ২০১৪ থেকে ২৮ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দাবী করেছিলেন, পরীক্ষার ফল বের হওয়ার পরে কি প্রশ্ন আসবে আমার জানা হয়ে গেছে। আমাদের অনেক জ্ঞানী শিক্ষক, যাদের পায়ে ধরে আমি সালাম করি; তারা বলেন, অনেক পাস করছে, কিন্তু গুণ কমে যাচ্ছে। কিন্তু আমি বলি গুণ কমে যাচ্ছে- যারা এ কথাটি বলছেন তারা ঠিক করছেন না। গুণ বেড়েছে, যে গুণ হওয়া উচিত; যে মান হওয়া উচিৎ; সে মান আমরা অর্জন করতে পারিনি। আমরা সে পর্যায়ে পৌঁছুতে পারিনি। তবে আগের তুলনায় মান প্রতি বছর বাড়ছে।
এদিকে গত ৬ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে মাহবুব রনির প্রতিবেদনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাসের হার প্রায় ৮০ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর তুলতে ব্যর্থ হচ্ছে ৮০ ভাগ শিক্ষার্থীই।
ওই প্রতিবেদনে জানান হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দুটিতেই জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের অর্ধেকই ভর্তি পরীক্ষায় টেকাতো দূরের কথা, উত্তীর্ণই হতে পারছেন না। গত তিন বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।