DMCA.com Protection Status
title="৭

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ‘ভুয়া মুক্তিযোদ্ধা’!: সর্বমহলে ক্ষোভ

vua-muktijoddhaদুর্নীতি দমন কমিশনের চিহ্নিত এবং তালিকাভূক্ত পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধা সচিবের মধ্যে একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিয়া জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন।

জানা গেছে, নিয়াজউদ্দিন মিয়া গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের অগ্রবর্তী দলের সঙ্গে ইতোমধ্যে আমেরিকায় চলে গিয়েছেন। মো. নিয়াজউদ্দিন মিয়ার নাম প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি বৃন্দের তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

এমিরেটস এয়ার লাইন্সের (ফ্লাইট নং-ইকে ৫৮৫) একটি বিমানে রবিবার রাত সাড়ে নয়টায় বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে তিনি ১৮৫ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। আগামি ২ অক্টোবর প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলেও এখনো পর্যন্ত সচিবদের মুক্তিযোদ্ধা সনদ বাতিলে গত এক সপ্তাহেও আদেশ জারি করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

 

ভুয়া মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করায় সুরঞ্জিতের ক্ষোভ :

দুদকের অনুসন্ধানে প্রমানিত একজন ভুয়া মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী সফরসঙ্গী করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মঙ্গলবার দুপুরে ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, জালিয়াতি করা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফর করেছেন। এগুলো আমরা আশা করি না। প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা আমলারা মজা মারবেন তা তো হয় না। এটি শক্ত হাতে দেখা দরকার।

সুরঞ্জিত ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এ জাতির গর্ব। মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করে আমলা সাহেবরা সেক্রেটারি হয়েছেন। মুক্তিযোদ্ধা লিখলেই দু’বছর পাওয়া যায়। তাও আবার একজন, দুজন নয়, ৫ জন। চারজন বাতিল, একজনের সনদ স্থগিত। প্রতারণার জায়গা রয়েছে। টাকা-পয়সার জন্যে গরিব মানুষ এগুলো করে। তাই বলে আমলারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে প্রতারণা করবেন? বিষয়টি সহজভাবে না নিয়ে উচ্চতর পর্যায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!