জামালপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভা আজ দুপুরে। জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠের জনসভায় শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এ উদ্দেশে শুক্রবার বিকালে তিনি ঢাকা ছেড়েছেন। ইতিমধ্যে জনসভার মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে জনসভাস্থল মাঠ বৃষ্টির কারণে বেহাল হয়ে পড়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রচণ্ড বৃষ্টিতে মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায়। বৃষ্টির কারণে প্রায় পুরো মাঠে কাদা পানি জমেছে।
শনিবার সকাল ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা জনসভার মাঠ দেখতে আসেন। মাঠ শুকাতে বালু ফেলার ব্যবস্থা করছেন তারা। বিএনপি নেতারা বলছেন, পানি শুকাতে আরো সময় লাগবে। দুপুর ২টার মধ্যে মাঠের অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করেন।
এর আগে চেয়ারপারসনের গাড়ি যাওয়ার জন্য মূল সড়ক থেকে মঞ্চ পর্যন্ত প্রায় কোয়াটার কিলোমিটারজুড়ে ইটের ফলিং দিয়ে রাস্তা তৈরির কাজ শুক্রবার রাত ৩টার দিকে শেষ হয়। একই সঙ্গে মঞ্চের কাজও শেষ করা হয়। সমাবেশ সফল করতে জেলা শহরছাড়াও পুরো জামালপুরজুড়ে চলছে অবিরাম মাইকিং। মাইকিংয়ে জনসভায় দলে দলে যোগ দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন ঘিরে উৎসবের আমেজ লেগেছে জামালপুরে। জেলা শহর ছাড়াও পুরো জামালপুরকেই উৎসবকেন্দ্রের মতো সাজিয়ে নিয়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কের মোড়ে মোড়ে ব্যাপক সাজে সজ্জিত তোরণ লাগানো হয়েছে। ব্যানার, ফেস্টুনে ভরে ফেলা হয়েছে শহরের প্রতিটি অলি-গলি। শহরজুড়ে কয়েক হাজার ব্যানার-ফেস্টুনের পাশাপাশি লাগানো হয়েছে সহস্রাধিক তোরণ। অন্তত ২০-৩০ হাত পরপর তোরণ লাগানো হয়েছে।
শহরের প্রধান ছয়টি প্রবেশমুখ রেলগেট মোড়, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, পাঁচ রাস্তার মোড়, ব্রিজ সংলগ্ন মোড়, বিজিবি ক্যাম্প মোড়সহ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ সাজানোর পাশাপাশি খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের রঙিন পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে। লাগানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় থাকা নেতাকর্মীদের শুভকামনার ব্যানার-ফেস্টুনও। তবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন অপেক্ষাকৃত কমই দেখা গেছে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। নেতাকর্মীদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। শনিবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি। জামালপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী শেরপুরসহ নিকটস্থ অন্য জেলাগুলো থেকেও নেতাকর্মীরা দলে দলে জনসভায় যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি জোটের জনসভা ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলাপকালে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, জনসভাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে বলেও জানান তিনি।
শনিবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন খালেদা। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। জনসভায় যোগ দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জামালপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া।