বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন।
রোববার স্থানীয় সময় চারটায় তারা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে জাসদ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রবাসী নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।
মক্কার হজ মিশন কর্মকর্তা আশরাফুজ্জামান রাইজিংবিডিকে জানিয়েছেন, বর্তমানে তারা মক্কা হজ মিশনে রয়েছেন।
উল্লেখ্য আজীবন ধর্মবিমূখ, বামপন্থী ও কমিউনিস্ট এই দুই রাজনীতিক একসঙ্গে প্রথমবারের মত হজ পালন করতে সৌদি এলেন। পবিত্র হজ পালন শেষে ১৩ অক্টোবর বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে তাদের।