আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে দেয়ার মতো তাদের আর কিছুই নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার গুম-খুনের রাজনীতিতে মেতে উঠেছে।
রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জিসাস আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মাননা, জিয়া স্বর্ণপদক প্রদান এবং ‘বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আইনজীবী, বুদ্ধিজীবী, সংগঠক, সিটি মেয়র, পৌর চেয়ারম্যান, সাংবাদিক, লেখক, ফটোসাংবাদিক, বিনোদন সাংবাদিক, ব্যবসায়ী, গীতিকার ক্যাটাগরিতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ জানুয়ারি অবৈধ ও জোরজবরদস্তির নির্বাচনের বিরুদ্ধে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শেখ হাসিনা এখন জোর করে ক্ষমতায় আছেন। কিন্তু বিদেশের মাটিতে তিনি জনগণ সম্পর্কে মিথ্যাচার করছেন। এমনকি জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, এদেশে সন্ত্রাসী দল আওয়ামী লীগ। জঙ্গিবাদের সঙ্গে বিএনপি নয়, আওয়ামী লীগ জড়িত। বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। সে কারণে সুষ্ঠু রাজনীতি করতে আওয়ামী লীগ বিএনপিকে সুযোগ দেয় না।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।