মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাসের নিম্নহার প্রসঙ্গে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।
এ পরিস্থিতিতে দেশের মানুষ আতঙ্কিত। পাসের হার বাড়িয়ে তারা শিক্ষা নিয়ে ডিজিটাল জালিয়াতি করছে। এসব কাজে ক্ষমতাসীনদের তাদের অনুগত লোকজন জড়িত বলে তারা কাউকে শাস্তি দিচ্ছে না।’
এ ইস্যুতে বিএনপি নতুন কর্মসূচির চিন্তা ভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া ক্রুটিযুক্ত’- শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে মন্ত্রী প্রশ্ন তুলেছেন।’
খোকন আরও বলেন, ‘ভর্তি বাণিজ্য, হল দখল, শিক্ষাঙ্গনে নৈরাজ্য, শিক্ষক লাঞ্ছিত হওয়া সব তথ্য আমাদের কাছে রয়েছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র নেতারা এ নিয়ে বক্তব্য দিয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে এ ইস্যুতে সুনির্দিষ্ট কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে।’