শান্তিতে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে পাকিস্তানের তরুন শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। শুক্রবার নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের জন্য তাদের যৌথভাবে এ পুরস্কার দেয়া হচ্ছে।
মালালার বয়স এখন ১৭ বছর। তিনি নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তি পুরস্কার পেলেন। তালেবানদের হামলার শিকার হওয়ার পর আলোচনায় আসেন মালালা। এরপর থেকেই তিনি নারী শিক্ষার উন্নয়নে কাজ করছেন।
অন্যদিকে কৈলাশের বয়স ৬০। বলা হয়ে থাকে তিনি মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে চলেন। তিনি শিশু অধিকার নিয়ে শান্তিপূর্ণ অনেক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সফল করেছেন।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, শিক্ষা পাওয়ার অধিকার সব শিশুরই আছে। তারা আর্থিক শোষণের শিকার হতে পারে না। তৃতীয় বিশ্বের ৬০ ভাগ মানুষের বয়স ২৫ বছরের কম। তাই শিশু ও তরুণদের উন্নয়নে কাজ করতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। এটা শান্তিপূর্ণ বিশ্বের উন্নয়নের পূর্বশর্ত।