DMCA.com Protection Status
title="৭

ছাত্রদলের পদবঞ্চিতদের সঙ্গে বৈঠক: আপাততঃ মির্জা ফখরুলের আশ্বাসে বিক্ষোভ স্থগিত

B-N-P-7দাবি বিবেচনার আশ্বাসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান স্থগিত করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দাবি-দাওয়া নিয়ে চেয়ারপারসনের সঙ্গে আলাপ করার আশ্বাস দেয়ায় আপাতত বিক্ষোভ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফখরুলের সঙ্গে পদবঞ্চিত পাঁচ নেতার বৈঠক শেষে এ কথা জানান পদবঞ্চিত রফিকুল ইসলাম রয়েল।

তিনি জানান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পদত্যাগ এবং বর্তমান কমিটির সভাপতি সেক্রেটারিকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি নিয়ে রাতেই চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল।

তারা এ সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করছেন। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয়া ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ পাঁচ নেতার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেল সোয়া ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের কক্ষে এ বৈঠক  হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন, তরিকুল ইসলাম টিটু, মাহবুবুল আলম, রকিবুল ইসলাম রয়েল, দবির উদ্দিন তুসার, মশিউর রহমান মিশু।

এর আগে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নবগঠিত কমিটির পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ফকিরাপুল থেকে নয়াপল্টনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসার মারাত্মকভাবে আহত হন।

সংঘর্ষের সময় ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশ বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এসময় দু’টি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। ভেতরে অবস্থানরত কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।

Share this post

scroll to top
error: Content is protected !!