৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কোনো সঙ্কট আছে বলে মনে করি না। যদি থাকতো তাহলে আন্তর্জাতিক দুটি পার্লামেন্টারি ফোরামে বাংলাদেশ বিজয় অর্জন করতে পারত না।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়ে দেশ ফিরে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নব নির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, ‘এ সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। বর্তমান সংসদের প্রতি বিশ্ব নেতারাও আস্থাশীল। সম্প্রতি বাংলাদেশ সিপিএ এবং আইপিইউ পদে বিজয় অর্জন করে বিশ্বের বুকে নজির স্থাপন করেছে।’
সবার প্রতি আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘এদুটি বিজয়কে খণ্ডিত করে না দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এটি বাংলাদেশের জনগণ, সংস্কৃতি ও গণতন্ত্রের বিজয়।’
আমাদের আত্মবিশ্বাস ছিল বলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি উল্লেখ করে আইপিইউর নবনির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এ বিজয় বাংলাদেশের ভাবমূর্তির বিজয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে নির্বাচিত সংসদ চালু আছে। এর মধ্যে ১৮৫টি দেশই আইপিইউ ও সিপিইউরে সদস্য। বাংলাদেশ এখন এ দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে।’
সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ক্যামেরুনে সিপিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চেয়ারপারসন নির্বাচিত হন। এর এক সপ্তাহের মাথায় অর্থাৎ গত ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইপিইউ নির্বাচনে সভাপতি পদে সাবের হোসেন চৌধুরী বিজয় লাভ করেন।