জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের গণতন্ত্র, ধর্ম, ইসলাম রক্ষায় বেগম খালেদা জিয়াকে লড়াই সংগ্রামের মাধ্যমে ধাক্কা দিয়ে রাজনীতি থেকে বাইরে ফেলে দিতে হবে।’
জাসদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিওয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘জঙ্গি নেত্রী’ উল্লেখ করে ইনু আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মোকাবিলা করাই জাসদের এক নম্বর লড়াই। কোনভাবেই যেন খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ধর্ম ও ইসলামকে নিয়ে রাজনীতি না করতে পারে। এই জঙ্গিবাদী নেত্রী ৫ জানুয়ারির নির্বাচন বানচালে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে এমন কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত ছিল না, যা করেননি। কিন্তু জঙ্গিবাদী নেত্রী বেগম খালেদা জিয়া কিছুই করতে পারেননি।’
মন্ত্রী আরও বলেন, ‘জাসদ সমাজ বদলের রাজনীতি করে। এই রাজনীতি করতে গিয়ে জাসদ বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। জিয়াউর রহমানের সামরিক শাসন ও যুদ্ধাপরাধীরা জাসদকে ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি। তারপরেও আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। তারই ফসল আজকের ১৪ দলীয় সরকার।’
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসেন আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি শিরীণ আক্তার, সাংগঠনিক সম্পাদক নাঈমুর হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর সভাপতি শফিউদ্দিন মোল্লা প্রমুখ।