বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘ড. ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু আনা হলে আমরা কখনো জিএসপি সুবিধা ফিরে পাব না।’
তিনি বলেন, ‘ড. ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের বিষয়ে নেয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট সঠিক বলেছে। তাই কোনো চাপের মুখে সরকার মাথা নত করবে না।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের দেয়া ১৬ শর্তের মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সব শর্ত পূরণের পর যদি জিএসপি না দেয়া হয় তাহলে কী বলতে পারবো না রাজনৈতিক কারনে দেয়া হয়নি।’
মন্ত্রী বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে মাত্র ৩টি শর্ত বাকি রয়েছে। এগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে।’
এদিকে সভায় রানার গ্রপের চেয়ারম্যান বলেন, ‘ব্যবসার সঙ্গে রাজনীতি সম্পৃক্ত হয়ে গেছে। ব্যবসাকে রাজনীতি অর্থনীতি থেকে আলাদা করে দিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক সমঝোতাসহ সরকারের নীতিমালা সংশোধনের অনুরোধ করেন তিনি।’
এ প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘ব্যবসায়ীরা অর্থনীতির চালিকাশক্তি। অর্থনীতির ক্ষেত্রে রাজনীতিকে টেনে আনা উচিত নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য রাজনীতির সঙ্গে অর্থনীতি এবং ব্যবসা যোগ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট অধিবেশনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জিএসপি সুবিধা পাওয়ার বিষয়ে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ উঠে আসে। আলোচনা হয় বাংলাদেশের বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়েও।