DMCA.com Protection Status
title=""

কী থাকে অস্কারের ‘গিফট ব্যাগে’

image_79812_0এ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার প্রদানের আসর থেকে প্রতিযোগিদের (নমিনি) একজনও কিন্তু খালি হাতে ফেরেন না। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রত্যেকের হাতেই তুলে দেয়া হয় বিশেষ উপহারের ব্যাগ। সেরা অবদানের জন্য কেউ যদি আংকেল অস্কারের মূর্তিটি না পান তাতেও কিছু যায় আসে না। এখন প্রশ্ন হচ্ছে, সে ব্যাগটিতে কী থাকে?

সে ব্যাগে থাকে ৮৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। ডিসটিংটিভ অ্যাসেট নামের একটি বিপণন সংস্থা প্রভাশালী ম্যাগাজিন টাইমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।

ব্যাগের ৮৫ হাজার ডলারের কিছু অংশ অনেকটা এভাবে ভাগ করে দেয়া হয়-

১৫ হাজার ডলারের জাপান-ভ্রমণ প্যাকেজ, ৫ হাজার ডলারের হেয়ার রিমুভ্যাল- কসমেটিক সার্জারি- ডিজাইনার ললিপপ (বিশেষ ললিপপের মতো শো-পিস যেখানে নিজের মুখ বা চমৎকার নকশা আঁকা থাকে)- পিপার স্প্রে গান প্যাকেজ এবং আরও ২৭০০ ডলার নারীদেহকে আরও আবেদনময়ী করে তোলার প্যাকেজ।

উল্লেখ্য, এবারের অস্কার আসরের ‘গিফট ব্যাগে’ টাকার অঙ্কটি গতবারের দ্বিগুণ।

ডিসটিংটিভ অ্যাসেটের এক মুখপাত্র জানান- তার সংস্থা অস্কার ব্যাগের প্যাকেজগুলো পণ্য এবং খরচ বহন করতে ব্যাকুল হয়ে থাকে। কেননা এর মাধ্যমে সেলিব্রেটিদের সঙ্গে আলাপের অংশ হওয়া যায়, মিডিয়ার গরম খবর হওয়া যায়- আর এর মাধ্যমেই দারুণভাবে হয়ে যায় মার্কেটিংয়ের কাজটাও।

Share this post

scroll to top
error: Content is protected !!